গত রোববার (৭ জুলাই) বিকেলে বগুডা শহরের সেউজগাড়ি আমতলা মোড়ে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসবে বিদ্যুতায়িত হয়ে ২ জন পুরুষ ও ৩ জন নারীসহ নিহত ৫ জন ভক্তের আত্মার শান্তি ও আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করে সিরাজগঞ্জে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ মহাপ্রভু আখড়া মন্দির কমিটির আয়োজনে শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যায় শহরের মুজিব সড়কস্থ কেন্দ্রীয় মন্দির শ্রীশ্রী মহাপ্রভু আখড়া প্রাঙ্গণে মন্দির কমিটির সভাপতি প্রদীপ কুমার বসাকের সভাপতিত্বে ও সম্পদ দাস এর সঞ্চালনায় এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন, মহাপ্রভু আখড়া কমিটির প্রধান উপদেষ্টা ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. বিমল কুমার দাস, মন্দির কমিটির সহ-সভাপতি সুবোল চন্দ্র ঘোষ, বিনয় কর্মকার, নরেশ চন্দ্র ভৌমিক, নরেন্দ্রনাথ সাহা, মঙ্গল চন্দ্র সাহা, ডা: আনন্দ কুমার সাহা, সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ কুমার কানু। যুগ্ম-সাধারণ সম্পাদক সমীর কুমার পাল, উৎপল সাহা, তুলসী সাহা ও সাংগঠনিক সম্পাদক শ্যামল সাহা। এছাড়াও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক বিরেন দাস, প্রাণ গোবিন্দ চৌধুরী, সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সাংবাদিক অশোক ব্যানার্জি, শহর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক রিংকু কুন্ডুসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। প্রার্থনা সভাটি পরিচালনা করেন রতন চক্রবর্তী। এসময় মহাপ্রভু আখড়া মন্দির কমিটির সভাপতি প্রদীপ কুমার বসাক বলেন, বগুড়ার ঘটনা শুধু দেশে নয় সারা পৃথিবীর একটি মর্মান্তিক ঘটনা। ঘটনাটি প্রবল ভাবে নাড়া দেয়ার কারনে আমরা মন্দির কমিটির পক্ষ থেকে এই ক্ষুদ্র অনুষ্ঠানের আয়োজন করেছি। তিনি বলেন, যেকোন অনুষ্ঠানে সংগঠন, মন্দির কমিটির সদস্য বা সনাতন সম্প্রদায়ের যেকোন মানুষের একে অপরকে সম্মান করা এবং একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ থাকা প্রয়োজন। এসময় ধর্মীয়সহ যে কোন অনুষ্ঠান সবার সাথে সমন্বয় ও সতর্কতার সাথে আয়োজন করার আহবান জানান তিনি।