মো. আখলাকুজ্জামান গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর গুরুদাসপুর জোনাল অফিসে ইলেক্ট্রিশিয়ানদের সাথে মিটার ওয়ারিং বিষয়ে মতবিনিময় সভা করেছেন ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. আব্দুর রশিদ।
বৃহস্পতিবার বেলা ১১টায় ওই অফিস কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ইলেক্ট্রিশিয়ান সমিতির সভাপতি আব্দুল কাদের, অখিল কুন্ডু, তারেকুল ইসলাম, আব্দুল আলিম প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ ও চলনবিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএম আলী আক্কাছ উপস্থিত ছিলেন।
সভায় প্রকৌশলী আব্দুর রশিদ বলেন, মিটার ওয়ারিং নির্ভুলভাবে করতে হবে। ভালমানের গ্রাউন্ডিং রড ও ক্যাবল ব্যবহার করতে গ্রাহকদের উৎসাহিত করতে হবে। এছাড়া পল্লীবিদ্যুতের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়েও সতর্কভাবে কাজ সম্পাদন করার জন্য বিদ্যুৎ কর্মিদের বিশেষভাবে আহ্বান জানান।