সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ
করোনাকে জয় করে করোনা ভাইরাসের থাবা থেকে মুক্ত হয়েছেন নাটোরের সুযোগ্য জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক স্ট্যাটাসে জেলা প্রশাসক বিষয়টি নিশ্চিত করেন। ফেসবুক স্ট্যাটাসে জেলা প্রশাসক উল্লেখ করেন, সর্বশেষ টেস্টে তার রিপোর্ট নেগেটিভ এসেছে। আর তিনি মহান আল্লাহ তা’আলার নিকট শুকরিয়া আদায় করেন। এছাড়া তিনি মন্ত্রী মন্ত্রিপরিষদ সচিব সহ জেলার মন্ত্রী ও সংসদ সদস্যদের সহ শুভাকাঙ্ক্ষীরা যাঁরা সার্বক্ষণিক তার খোঁজ খবর নিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
প্রসঙ্গত, জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ গত ২৮ জুন করোনা পজেটিভ হন। করোনা মহামারীর শুরু থেকেই তিনি জীবনের ঝুঁকি নিয়ে প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। করোনা পজিটিভ আসার পর তিনি স্বাস্থ্যবিধি মেনে হোম আইসোলেশন পালন করেন এবং বুধবারের টেস্টে তিনি করোনা থেকে মুক্ত হন।