চাটমোহর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার (২৯জুন) প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে দৈনিক ইত্তেফাকের হেলালুর রহমান জুয়েল সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১৬টি। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী চ্যানেল ২৪ এর পাবনা প্রতিনিধি শাহিনুর রহমান শাহীন পেয়েছেন ১৪ ভোট।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের এস এম মাসুদ রানা। তিনি ভোট পেয়েছেন ১৬টি। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী ভোরের কাগজের কে এম রাসেল রহমান বকুল,তিনি ভোট পেয়েছেন ১৩টি।
এছাড়া প্রচার সম্পাদক পদে দৈনিক আমার সংবাদের হাবিবুর রহমান শিমুল বিশ্বাস নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ২০টি। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী দৈনিক আজকালের খবর প্রতিনিধি জাহাঙ্গীর আলম। তিনি ভোট পেয়েছেন ১০টি। কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিতরা হলেন দৈনিক সমকালের শামীম হাসান মিলন (২৪ ভোট) ও দৈনিক চলনবিলের সাইফুল ইসলাম সুইট (২২ ভোট)। সদস্য পদে দু’জন সমান ভোট পেয়েছেন। তারা হলেন দৈনি অবজারভারের রকিবুর রহমান টুকুন ও দৈনিক আমাদের বড়ালের সালাহ উদ্দিন খান সোহেল (১৯ ভোট)।
এবারের নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ১১টি পদের মধ্যে ৫টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিতরা হলেন,সহ-সভাপতি দৈনিক মানবজমিনের সঞ্জিত সাহা কিংশুক,সহ-সম্পাদক দৈনিক নয়া দিগন্তের নুরুল ইসলাম,অর্থ সম্পাদক দৈনিক খোলা কাগজের জাকির সেলিম,দপ্তর সম্পাদক দৈনিক আজকের পত্রিকার শুভাশীষ ভট্টাচার্য তুষার,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক আমাদের সময়ের ইত্তেখার আহমেদ টুটুল। নির্বাচনে আগে সকালে প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুনের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।