নাটোরের নলডাঙ্গায় শিক্ষার মান উন্নয়নে উপজেলা মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রধান ও সহকারী প্রধানগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ জুন) বেলা ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষার মান উন্নয়নে নলডাঙ্গা উপজেলা মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রধান ও সহকারী প্রধানগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার আব্দুল্লাহ আনসারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসার মোঃ আশিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুর ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান খালেদ মাহমুদ, মহিলা ভাইস রিনা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম হাদু, নলডাঙ্গা দলীল লেখক সমিতির সাধারণ সম্পাদক গাজী সরদার সহ প্রমূখ।