গুরুদাসপুরে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ কার্যক্রম জোরদার করণে দক্ষতা ও উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯ থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে ওই প্রশিক্ষণের আয়োজন করে সমাজসেবা অধিদপ্তর।
প্রশিক্ষণে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. সালমা আক্তার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান ও সহকারি পরিচালক মো. শাহাদৎ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, এসআই জাফর আলী, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, আনোয়ারা বেগম ও চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ।
দারিদ্র বিমোচনের লক্ষ্যে কর্মদল ও গ্রাম কমিটি গঠণ, সুদমুক্ত ঋণ নেওয়া এবং সময়মত পরিশোধ করা ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন বক্তারা। প্রশিক্ষণে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।