মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গভীর রাতে ভেজাল ঘি তৈরির সময় এক অবৈধ কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই কারখানায় ঘি তৈরিতে ব্যবহৃত ৩৬০ কেজি ডালডা, ৩৫০ কেজি পামওয়েল , রং, কেমিক্যালসহ প্রায় ৪০ মন ভেজাল ঘি জব্দ করা হয় যার আনুমানিক বাজার ম‚ল্য প্রায় ১৬ লক্ষ টাকা।
উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলাম জানান, গতকাল রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিসট্রেট উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাহিদ হাসান খান এর নেতৃত্বে পৌর শহরের ঘোষগাতি মহল্লার ঘি ব্যবসায়ী সুজন কুমারের বাড়ির কারখানায় অভিযান চালিয়ে তাকে হাতে নাতে আটক করা হয়।
আটককৃত ঘি ব্যবসায়ী সুজন কুমারকে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দকৃত ৪২ মন ঘি ও ব্যবহৃত ৭২০ কেজি কাঁচামাল ধ্বংস করা হয় ।