নলডাঙ্গার খাজুরা ইউনিয়নে হতদরিদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বালাইনাশক স্প্রে মেশিন ও শিক্ষা প্রতিষ্ঠানসহ যুবসমাজের মাঝে খেলাধূলা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলার চাঁদপুর বাজারে দলীয় কার্যালয়ে এই বিতরণ কার্যক্রম করেন খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রকৌশলী হারুনুর রশিদ, উপ-সহকারী প্রকৌশলী রুহুল আমিন, ও ইউঃপিঃ সদস্যসহ দলীয় নেতাকর্মী।
এডিপির অর্থায়নে বিল হালতির অর্ধশত প্রান্তিক কৃষকের মাঝে এই স্প্রে মেশিন ও ইউনিয়নের সকল শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রতিটা গ্রামে খেলাধূলা সামগ্রী বিতরণ করা হয়েছে।