নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চলতি ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ মে) দুপুর ১২টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান মোঃ শাহাজাহান আলী এর সভাপতিত্বে ও ইউ:পি সচিব মোঃ মাহফুজ আলম এই বাজেট ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সহকারী ইউপি সচিব আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম বাবু, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিপ্রবেলঘড়িয়া ইউপি সচিব মোঃ মাহফুজ আলম জানান, বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট আয় ধরা হয়েছে ৩৩ লাখ ৯০ হাজার ৫০০ টাকা এবং মোট ব্যয় ধরা হয়েছে ৩৩ লাখ ০৭ হাজার ১০০ টাকা। এছাড়া বাজেটে মোট উদ্বৃত্ত ধরা হয়েছে ৮৩ হাজার ৪০০ টাকা। তিনি বলেন, এবারের বাজেটে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। এ বাজেট বাস্তবায়ন হলে বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদের আমুল পরিবর্তন হবে এবং ইউনিয়নবাসী সুফল ভোগ করবে।