নাটোরের বড়াইগ্রামে দুই কেজি গাঁজাসহ রেজাইল করিম প্রামানিক (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মানিকপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গ্রেপ্তার ব্যাক্তি মানিকপুর গ্রামের মৃত আব্দুর সাত্তার প্রামানিকের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক (এসআই) মতিয়ার রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মানিকপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক ব্যবসায়ী রেজাইল করিম প্রামানিকের বাড়ির নিজ শয়ন ঘরের স্টীলের বাক্সের ভিতর থেকে প্লাস্টিক ব্যাগে পলিথিন দিয়ে মোড়ানো দুইকেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেপ্তার ব্যাক্তির বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।
বড়াইগ্রাম থানা পরিদর্শক শাফিউল আযম বলেন, গ্রেপ্তার রেজাইল করিম প্রামানিকের নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। জামিনে বের হয়ে পুনরায় তিনি এই মাদক ব্যবসা শুরু করেন। বুধবার আদালতে সোপর্দ করা হবে।