নাটোরের সিংড়ায় ২০২৩-২৪ অর্থবছরে প্রান্তিক কৃষকদের মাঝে ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) সকাল ৯টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ২৭টি কৃষি যন্ত্র বিতরণ করা হয়।
কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী এডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান (মহিলা) শামীমা হক রোজী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন প্রমুখ।
এসময় কৃষকদের মাঝে ৫০ শতাংশ ভর্তুকিতে ৪টি কম্বাইন হারভেস্টার, ১০টি মেইজ শেলার, ৭টি পাওয়ার স্প্রেয়ার ও ৬টি রাইস ট্রান্সপ্লান্টার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ জানান, বর্তমান সরকার উন্নয়নের সরকার, কৃষিবান্ধব সরকার। উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে ২৩-২৪ অর্থবছরে ৫০ শতাংশ ভর্তুকিতে ২৭টি কৃষি যন্ত্র বিতরণ করা হয়েছে। চলনবিলের কৃষকদের উন্নয়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় কৃষকদের পাশে রয়েছে।