২১মে উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপে নির্বাচনে প্রতীক বরাদ্দ হবার পর পাবনার ফরিদপুর উপজেলার মোট ১২ প্রার্থী ৭৯,৯৫৮ জন ভোটারের ভোটের মাঠে ঘুরে বেড়াচ্ছেন।
তাদের মধ্যে চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন,বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: গোলাম হোসেন গোলাপ, (আনারস) সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো : খলিলুর রহমান সরকান,(দোয়াত কলম)বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মো: নুরুল ইসলাম কুদ্দুস (কাপ পিরিচ), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আশরাফুল কবির (হেলিকপ্টার),উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম (কইমাছ),আমেরিকা ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি মো: আবুল কালাম আজাদ (মোটরসাইকেল), ও মো:হেদায়েতুল্লাহ মাষ্টার।
ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল এহসান জন, বিএলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর, ও উপজেলা বিএনপির সদস্য মো: জিয়াউর রহমান জিয়া, এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন,উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পদিকা মোছা: নাছরিন পারভিন লিপি,ও বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: নাছরিন পারভিন মুক্তি।