নাটোরের নলডাঙ্গা উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান পদপ্রার্থী ইন্জিনিয়ার রবিউল ইসলাম (জোড়া ফুল প্রতীক) এর প্রতিনিধিকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার (০১ মে) দিনগত রাত সাড়ে ০৯ টার সময় উপজেলার খাজুর ইউনিয়নের চাঁদপুর বাজারে এক প্রার্থীর নির্বাচনী অফিসে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেওয়ান আকরামুল হক এই জরিমানা করেন।
নির্বাচনী আচরণ বিধির ম্যাজিস্ট্রেট ও নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেওয়ান আকরামুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, একটি ইউনিয়নে একজন প্রার্থীর একটি মাত্র অফিস রাখার বিধান রয়েছে। সেখানে চেয়ারম্যান প্রার্থী ইন্জিনিয়ার রবিউল ইসলাম (জোড়া ফুল প্রতীক) সমর্থক বা প্রতিনিধিরা খাজুরা ইউনিয়নে একাধিক অফিস বানিয়ে প্রচারোনা চালাচ্ছেন। সেখানে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়।
এসময় তাদের প্রতিনিধিদের ৫০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আর যাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না হয়, প্রার্থীর লোকজনকে সর্তক করাসহ অফিস অপসারণ করা হয়।