মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭:১৭ পূর্বাহ্ন

ই-পেপার

আটোয়ারীতে নিউরন নার্সিং ভর্তি কোচিং এর বিএসসি নার্সিং শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ৫:৪৯ অপরাহ্ণ

নিউরন নার্সিং ভর্তি কোচিং , পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা শাখার বিএসসি নার্সিং শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয়েছে। নিউরন নার্সিং ভর্তি কোচিং আটোয়ারী শাখার আয়োজনে মঙ্গলবার ( ৩০ এপ্রিল) দুপুরে ফকিরগঞ্জ বাজার সংলগ্ন কোচিং সেন্টারের অস্থায়ী কার্যালয় সরকারি গার্লস স্কুল রোডে আইডিয়াল স্কুল এন্ড কলেজের হলরুমে শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয়। আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিতিশ চন্দ্র বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য রাখেন। নিউরন নার্সিং ভর্তি কোচিং আটোয়ারী শাখার প্রতিষ্ঠাতা এ্যাড: মাসুদ পারভেজ শিক্ষার্থীদের কল্যাণ কামনা করে অডিও কলে বক্তব্য রাখেন। কোচিং সেন্টারের প্রশিক্ষক চয়ন কুমার সেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপদেষ্টা এ.টি.এম. মিজানুর রহমান, আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী,সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম প্রমুখ। এসময় শিক্ষার্থীদের মধ্যে মোছাঃ সুমাইয়া বেগম ও মোঃ রাকিব হোসেন তাদের অনুভুতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতি বলেন, আশা করছি, আগামী নার্সিং পরীক্ষায় শিক্ষার্থীরা সাফল্য অর্জন করে নিউরন নার্সিং কোচিং আটোয়ারী শাখার সুনাম বয়ে আনবে। প্রধান অতিথি ডা. মোঃ হুমায়ুন কবীর বলেন, নার্সিং পেশা একটি মহৎ পেশা। এক সময় এ পেশায় কেউ আসতে চাইতো না, এখন অনেকে ইচ্ছে করলেও আসতে পারে না। তাই সঠিকভাবে মনোযোগ দিয়ে পড়ালেখা করে এ পেশায় আসলে সম্মান পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর