বুধবার, ১৫ মে ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ন

ই-পেপার

জামালপুরে পৌর শহরে শ্রেণিকক্ষে ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত

কামরুজ্জামান কানু, জামালপুর প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ণ

জামালপুর পৌর শহরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে সিলিং ফ্যান খুলে পড়ে সুমাইয়া আক্তার মীম নামের দশম শ্রেণীর এক শিক্ষার্থী আহত হয়েছে।২৮ এপ্রিল বেলা ১১টার দিকে পৌর এলাকার রশিদপুর ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।আহত সুমাইয়া আক্তার মীম পৌর এলাকার বগাবাইদ গ্রামের ফেরদৌসের মেয়ে।শিক্ষার্থীরা বলছে, সকালে ১০টা থেকে পাঠদান শুরু হয়। দশম শ্রেণীতে তৃতীয় ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ পরে দ্বিতীয় তলার শ্রেণিকক্ষের একটি ফ্যান ভেঙে সুমাইয়ার ওপর পড়ে। এতে শিক্ষার্থী মুখের ওপরের ঠোঁট কেটে আহত হয়। পরে তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়।গত বছরও ওই বিদ্যালয়ে ফ্যান পড়ে যাওয়ার ঘটনা ঘটেছিল বলে জানায় তারা।বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো: আনিসুজ্জামান বলেন, ‘বক্তব্য কী দেবো বলেন। ফ্যান পড়ে গেছে এই আর কি। প্রায় এক মাস পর স্কুল খোলা হলো, এ জন্য ওইভাবে আর ফ্যানের বিষয়গুলো দেখা হয়নি।জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হালিমা খাতুন বলেন, ‘আমি বিষয়টি অবগত না। তবে খবর নিচ্ছি। আর জেলার সাতটি উপজেলায় সব স্কুলে সচেতন হওয়ার জন্য পত্র প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর