শনিবার, ০৪ মে ২০২৪, ০১:২১ পূর্বাহ্ন

ই-পেপার

দিনাজপুর অঞ্চলে ত্রিশ সালের মধ্যে সাত লক্ষ স্কাউট তৈরীর লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ৬:৩০ অপরাহ্ণ

বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের ব্যবস্থাপনায় ও জাতীয় কার্যালয়ের স্ট্র্যাটেজিক প্লানিং ও গ্রোথ বিভাগের পরিচালনায় দশমাইলস্থ স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ২০৩০ সালের মধ্যে দিনাজপুর অঞ্চলে (রংপুর বিভাগে) ৭ লক্ষ স্কাউট তৈরীর লক্ষ্যে ২৩ এপ্রিল মঙ্গলবার আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র দশমাইলে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের আওতাধীন ৮ টি জেলা ও ৫৮টি উপজেলা স্কাউটসের বর্তমান স্কাউট পরিসংখ্যান তুলে ধরে প্ল্যান বাস্তবায়নে করণীয় সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করা হয়। ওয়ার্কশপে (২০২২-২০৩০) এর স্ট্র্যাটেজিক  প্ল্যান উপস্থাপন করে অগ্রাধিকার এলাকা চিহ্নিতকরণ, সম্ভাব্য সমস্যা ও তা সমাধানের উপায় নির্ধারন বিষয়ে আলোকপাত করা হয়।

দিনব্যাপী আয়োজিত ওয়ার্কশপে রিসোর্স পারশন হিসেবে বিভিন্ন সেশন উপস্থাপন করেন স্কাউটসের জাতীয় উপ কমিশনার মোহাম্মদ জামাল হোসেন ও  গ্রোথ বিভাগের উপ পরিচালক মোঃ মশিউর রহমান।  সকালে ওয়ার্কশপটির উদ্বোধন করেন স্কাউটসের জাতীয় উপ কমিশনার মোহাম্মদ জামাল হোসেন। আঞ্চলিক উপ কমিশনার ও জেলা শিক্ষা অফিসার,ঠাকুরগাঁও  মোঃ শাহীন আকতার এর সভাপতিত্বে এ পর্বে বক্তব্য রাখেন আঞ্চলিক কোষাধ্যক্ষ মোঃ মনজুরুল হক, আঞ্চলিক সম্পাদক মোঃ আবু সাঈদ, আঞ্চলিক উপ পরিচালক মোঃ আব্দুর রশিদ প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দেবীগঞ্জ জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের উপ পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন। ওয়ার্কশপে রংপুর বিভাগের জেলা ও উপজেলাসমূহের স্কাউট সম্পাদকসহ প্রায় ১০০ জন স্কাউটার অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com