উপজেলা পরিষদ নির্বাচন দ্বিতীয় ধাপে আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দ্বিতীয় ধাপে পাবনার চাটমোহর উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১১জন প্রার্থী ইতিমধ্যেই মনোনয়নপত্র দাখিল করেছেন। চলছে যারযার মতো প্রচার প্রচারণা ও ভোট প্রার্থনার লড়াই। এ উপজেলায় চেয়ারম্যান পদে চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক মেয়র মির্জা রেজাউল করিম দুলাল এবং পাবনা জজ কোর্টের এজিপি এ্যাডঃ সাইদুল ইসলাম চৌধুরী (আওয়ামী লীগ) মনোনয়নপত্র দাখিল করেছেন। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক (আওয়ামীলীগ), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম (আওয়ামীলীগ), মোঃ আসাদুজ্জামান পান্না (আওয়ামী লীগ), ওবায়দুল ইসলাম মিঠু (আওয়ামী লীগ) ও হুমায়ুন কবির (আওয়ামী লীগ) মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ফিরোজা পারভীন (আওয়ামীলীগ), সাবিনা ইয়াসমিন রানী (আওয়ামী লীগ) ও আরিফিন আকতার লিলি (আওয়ামী লীগ) মনোনয়নপত্র দাখিল করেছেন।
তিন পদে সকল প্রার্থী ছুটে চলছেন ভোটারদের কাছে। চাইছেন তাদের পক্ষে ভোট ও দোয়া। ইচ্ছে মতো দিচ্ছেন তাদের নির্বাচনী ওয়াদা।