নাটোরের সিংড়ায় গদাই নদীতে দেয়া অবৈধ বাধ অপসারণ করেছেন উপজেলা প্রশাসন। সোমবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার নলবাতা এলাকায় এ বাধ অপসারণে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা। নদীতে অবৈধ বাধ দেওয়ায় সাবেক আ.লীগ নেতাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করেছে প্রশাসন।
জানা যায়, উপজেলার নলবাতা এলাকায় পুকুর কেটে মাটির ব্যবসা করার জন্য রাস্তা নির্মাণের উদ্দেশ্যে গদাই নদীতে অবৈধ বাধ দেয় প্রভাবশালীরা। বিষয়টি জানার পর উপজেলা প্রশাসন তাদেরকে নোটিশ দেয়। তাতেও কাজ না হওয়ায় উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি মো. নওফেল উদ্দিন চৌধুরীসহ ৩ জনের বিরুদ্ধে গত ১৯ এপ্রিল সিংড়া থানায় মামলা করেন উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. রেজাউল করিম। মামলার অন্য বিবাদীরা হলেন উপজেলার আতাইকুলা গ্রামের মো. ইসলামের ছেলে মো. মেহেদী (৪০) ও সাজুরিয়া গ্রামের মো. মোসলেম উদ্দিনের ছেলে মো. মামুন (৩৫)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, এই নদীর পানি দিয়ে প্রায় হাজার বিঘা জমির ফসল উৎপাদন হয়। বিবাদীরা নদীরতে বাধ দিয়ে মাটি বহনের জন্য রাস্তা করছিল। এই বাধের জন্য পুরো নদী বন্ধ হয়ে গিয়েছিল। আমরা তাদের বিরুদ্ধে মামলা করেছি। আমরা জনস্বার্থে বাধটি অপসারণ করেছি।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অতি.দা. বোরহান উদ্দিন মিঠু, উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. রেজাউল করিম, হাতিয়ান্দহ ইউনিয়ন ভূমি কর্মকর্তা রিয়াজুল ইসলাম প্রমুখ।