মানব জীবনলেখক- মোঃ সুলতান মাহমুদ স্বাপ্নিক। স্বপ্ন নিয়ে মানব জীবন শুরু হয়। স্বপ্নের স্তর অনুযায়ী একটি শিশুর জন্মের মধ্যে দিয়ে পিতা-মাতা পরিবারের স্বপ্নের ধারা শুরু হয়। স্বপ্ন বাস্তবায়নে পারিবারিক শিক্ষা একটি শুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে শিশুর প্রাথমিক শিক্ষক, তার পরিবার ও মাতা-পিতা। পারিবারিক শিক্ষা শিশুর জীবনে প্রাথমিক বুনিয়াদ হিসেবে কাজ করে থাকে। পারিবারিক শৃংখলা, স্বপ্ন দেখানো, পথ বাতলিয়ে দেয়া, পথ দেখানো তার জীবনে একটি স্বাপ্নিক বাস্তবতার জন্ম দেয়। পরবর্তী পর্যায়ে শিশু যখন স্কুলে যাবার উপযুক্ত হয় তখন পারিপার্শ্বিকতা, স্কুল প্রতিষ্ঠান থেকে, সমাজ থেকে জ্ঞান আহরন শুরু হয়। প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান, তাকে তার চরিত্রের বুনিয়াদ রচনা করে, পারিবারিক শিক্ষার পরপরই। এর পর শিশুটি যখন শিশু থেকে কৈশরে পদার্পন করে তখন সে পারিপার্শ্বিকতার মাধ্যমে দেখাদেখি জ্ঞান আহরন অনুকরন-অনুসরন করতে থাকে। বিশেষ করে শিশুরা শিশুকালে অধিকতর অনুকরণ প্রিয়। অনুকরণের মধ্যে দিয়ে তার শিক্ষার বুনিয়াদ রচিত হয়। কৈশরের পারিপার্শ্বিকতা একজন শিশুর শিক্ষা জীবনকে সমৃদ্ধির পক্ষে স্বার্থকতার পথে এগিয়ে নেয়। বর্তমান সমাজে মাদকের ব্যপক বিস্তার ঘটেছে। শিশুরা মোবাইল গেম খেলায় আসক্ত, কাটুন দেখায় আসক্ত, টিকটকে আসক্ত। এর মধ্যে দিয়ে শিশু-কিশোর-যুবকদের মধ্যে অনৈতিকতার প্রভাব পিতা-মাতার ভবিষ্যৎ স্বপ্নকে ভুলন্ঠিত করছে। সমাজ থেকে মাদকের বিস্তার, মোবাইল আসক্তি ও অনৈতিকতার বিস্তার রোধ করা অত্যন্ত জরুরী। আগত শিশু যাদের নিয়ে আমাদের ভবিষ্যৎ তাদের নৈতিকতা বিবর্জিত কর্মকান্ড প্রতিরোধের দায়িত্ব আমাদের। আজ আমরা শিক্ষা ও নৈতিক শিক্ষার দায়িত্ব কাঁধে নিয়েছি শিক্ষক সমাজ। একজন শিক্ষার্থী দিনের বেশিরভাগ সময় শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান করে। শিক্ষক মনা আদর্শ শিক্ষক হিসেবে শিক্ষা দানের জাতীয় দায়িত্ব আমাদের কাঁধে। এখন আদর্শ শিক্ষক হিসাবে আমাদেরকে সচেতন হয়ে সমাজ গঠনে আগত শিশুদের ভবিষ্যৎ স্বপ্ন বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় নিয়ে ভূমিকা পালন করতে হবে। দেশ, জাতি, সমাজ গঠনে শিক্ষকের দায়িত্ব পালনের মধ্যে দিয়ে শিক্ষক সমাজের মর্যাদা সমুন্নত থাক। এ প্রত্যাশা…। প্রভাষক (কম্পিউটার অপারেশন) তাড়াশ মহিলা ডিগ্রি কলেজ, তাড়াশ, সিরাজগঞ্জ।