বাংলার স্বাধীনতা রক্ষায় বঙ্গবন্ধুর নেতৃত্বে
১০ এপ্রিল গঠিত হয় মুজিবনগর সরকার,
বাংলার স্বাধীনতার ঘোষনাপত্রের দলিল
মুজিবনগর সরকার করে প্রচার ।
২৫ মার্চ নিরস্ত্র বাঙালি হত্যার প্রতিবাদে
বঙ্গবন্ধু বাংলার স্বাধীনতা ঘোষণা করে,
তাজউদ্দীন আহমেদ-এর প্রধানমন্ত্রীত্বে
সরকার গঠিত হয় মেহেরপুরের মুজিবনগরে ।
বঙ্গবন্ধুর অবর্তমানে সৈয়দ নজরুল উপরাষ্ট্রপতি
এইচ এম কামরুজ্জামান স্বরাষ্ট্র কৃষি পূনর্বাসন,
সিরাজগঞ্জের ক্যাপ্টেন এম মনসুর আলী-কে
অর্থ বানিজ্য শিল্পের দায়িত্বে করে পদায়ন ।
সরকার মুক্তিবাহিনীর অবকাঠামো উন্নয়নে
যুদ্ধ পরিচালনায় ১১সেক্টরে করে বিভাজন,
সরকার কর্নেল এ এমজি ওসমানীকে
মুক্তিবাহিনীর সেনাপতি পদে করে পদায়ন।
মেজর সফিউল্লাহ, মেজর জিয়া, মেজর খালেদ মেজর আবু ওসমান চৌধুরী সেক্টর কমান্ডার,
মুক্তিবাহিনীকে যুদ্ধে নির্দেশনা প্রদান করে
বঙ্গবন্ধুর নেতৃত্বে মুজিবনগর সরকার ।