নাটোরের সিংড়ায় ২৫০ অসচ্ছল পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছেন জামিলা ফয়েজ ফাউন্ডেশন।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার শেরকোল ইউনিয়নের দুরমল্লিকা গ্রামের ২৫০ পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেন জামিলা ফয়েজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিংড়া উপজেলা আ.লীগের সহ-সভাপতি আরিফা জেসমিন কনিকা।
ঈদসামগ্রীর মধ্যে ছিলো ৫ কেজি ভাতের চাল, ১ কেজি পোলাও চাল, ১ কেজি মসুর ডাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি, ২ কেজি লাচ্ছা সেমাই, ১ কৌটা গুড়া দুধ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হক বকুল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মহন আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক আনিসুর রহমান লিখন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি মাসুম আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ইউপি সদস্য বুলেট হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা পাপ্পু আহমেদসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।