নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মরহুম মোজাম্মেল হকের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রয়াত এমপির বড় ছেলে ব্যারিষ্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু গুরুদাসপুর বাজারের নিজ বাসভবনে ওই মাহফিলের আয়োজন করেন। এতে দলের তৃণমূল নেতাকর্মি, সমর্থকসহ শত শত মানুষ অংশ নেন।
বৃহস্পতিবার (২৮ মার্চ) গুরুদাসপুরের চাপিলা ইউপির সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা সামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথি ব্যারিষ্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর যুবদলের সভাপতি নাজমুল করিম নজু, বিশিষ্ট ব্যবসায়ী মো. নাজিম সরদার, উপজেলা ছাত্রদলের সভাপতি সুজাউদ্দৌলা সুজন, মশিন্দা ইউনিয়ন বিএনপির কারানির্যাতিত নেতা আব্দুল মান্নান, ধারাবারিষা ইউনিয়ন বিএনপির সভাপতি শরিফুল ইসলাম ভোলা, মশিন্দা যুবদলের আহ্বায়ক পলাশ প্রমুখ।
বক্তারা প্রয়াত এমপি মোজাম্মেল হকের বিভিন্ন দিক ও উন্নয়নমূলক চিত্র তুলে ধরে স্মৃতিচারণ করতে গিয়ে কান্নাজড়িত বক্তব্য রাখেন। অশ্রুসিক্ত হয়ে পড়েন দলের নেতাকর্মিরা।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গুরুদাসপুর থানা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক বজলুর রশিদ। এরপর বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা রেজাউল করিম। ইফতার পূর্বে বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মি ও সর্বস্তরের হাজারো জনগণ মোনাজাতে অংশগ্রহণ করেন।