মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৫:১৮ পূর্বাহ্ন

ই-পেপার

মানবিক তরুণরা দেশ ও জাতির নেতৃত্বে; মনোওর আলী

হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ণ

সিলেটের স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সম্মানে বাংলাদেশ পল্লী ফোরাম আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠান শুক্রবার (২২ মার্চ) নগরী একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সহসভাপতি আবু আসাদ চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক কামরুল ইসলাম মাহির সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মহাসচিব অধ্যক্ষ এ কে এম মনোওর আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহখুররম ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মুহা. শরীফ উদ্দীন, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমদ, ইউপি সদস্য ও কবি শফিক আহমদ পিয়ার, মানবাধিকার কর্মী ও সমাজসেবক মধু মিয়া, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ আবুল কাশেম।
ইসলাহ’র মহাসচিব অধ্যক্ষ এ কে এম মনোওর আলী বলেন, তরুণরা আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্বে আসবে তাই তরুণসমাজকে মেধার চর্চায় নিয়োজিত থাকতে হবে। সিলেটের সেচ্ছাসেবী সংগঠনের তরুণ কর্মীরা মানবিককাজে সবসময় শীর্ষে রয়েছেন। বাংলাদেশ পল্লী ফোরামের চেয়ারম্যান চৌধুরী আলী আনহার শাহানের মতো যেসব তরুণরা কাজ করছেন তাদেরকে আরো ত্যাগ ও মহিমা নিয়ে এগিয়ে যেতে হবে।
বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন এমসি কলেজ রিপোর্টস ইউনিটির সভাপতি ইমরান ইমন, ক্লিন সিটি সিলেটের সভাপতি নাজিব আহমদ অপু, প্রতিশ্রুতি বিজ্ঞান ও সাহিত্য পর্ষদের সাধারণ সম্পাদক জেনারুল ইসলাম, প্রথম আলো বন্ধুসভা এমসি কলেজের সভাপতি সুমন মিয়া, শিক্ষার্থীর পাশে সারাবছর যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার শামীম, ব্রাইট সিলেটের সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, উদ্দীপ্ত সিলেটের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, ইউনাইটেড ব্লাডগ্রুপের সাধারণ সম্পাদক জুনায়েদ আল হাবিব, বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার সভাপতি আজাদুল ইসলাম, মোহনা সাংস্কৃতিক সংগঠনের আব্দুর রহমান মুন্না, বিশ্বনাথ উপজেলা তালামীযের সভাপতি হোসাইন আহমদ রাজন, সুখিপুর ইউনাইটেড সোসাইটির সভাপতি শেখ হাবিবুর রহমান, ক্রিকেট অসোসিয়েশনের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সুমেল, সিলেট জেলা ছাত্রলীগ নেতা জাহেদ আহমদ, বিশ্বনাথ দক্ষিণ উপজেলা তালামীযের সভাপতি হোসাইন আহমদ রাজন।
এছাড়াও উপস্থিত ছিলেন এটিএন নিউজের সিলেট প্রতিনিধি নাজাত আহমদ পুরকায়স্থ, দৈনিক কাজিরবাজারের ইমরান আহমদ জিবন, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা রুপক দাশ, ইতালী পালেরমো ছাত্রলীগের সভাপতি মো. শাহাদাত হোসেন টিপু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য কামরুল আশিকী, অধিকারকর্মী রাজেল আহমেদ, বাংলাদেশ পল্লী ফোরামের শেখ আব্দুল আজিজ, সাইফুদ্দিন সাইফ, আব্দুল মুতালিব, জামিল আহমদ, সাহেদ আহমদ শিপু, মোহাম্মদ রুহুল আমিন, আহমাদ আবরার জাহিন, এনামুল হক প্রমুখ।
সামাজিক সংগঠন আয়োজিত ইফতার মাহফিলে সিলেটের ২০টি অধিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এছাড়াও রাজনীতিবিদ, শিক্ষাবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com