“সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই প্রতিবাদ্যকে সামনে রেখে নাটোরের নলডাঙ্গায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নলডাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সালাম এর সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম সরদার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শাহ্ আলম, বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী, উপজেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তাগণ, মুক্তিযোদ্ধা সহ প্রমূখ।