শিশুদের শীতকালীন ডায়রিয়া : ৬ মাস থেকে ২ বছরের শিশুদের বেশী হয়। বেশীরভাগই ভাইরাসজনিত। মূলত রোটা এবং নরো ভাইরাস এর জন্য দায়ী । এইসব ক্ষেত্রে এন্টিবায়োটিক ব্যবহার করলে ভালোর থেকে খারাপই হয় বেশী। চিকিৎসা মূলত পানিস্বল্পতা প্রতিরোধ, পুষ্টিকর খাবার, জিংক এসবের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিৎ। কাঁচা কলার ভর্তা বা কাঁচা কলা সবজি হিসেবে ভাত/খিচুরির সাথে খাওয়াতে পারলে দ্রুত উপকার হয়। প্রোবায়টিক জাতীয় ঔষধ বিশেষ করে ল্যাকটোব্যাসিলাস রেমনোসাস জিজি স্ট্রেইনের ব্যাকটেরিয়ার ব্যাপারে বৈজ্ঞানিক প্রমাণ সুনির্দিষ্টভাবে পাওয়া গেছে রোটা ভাইরাসের বিরুদ্ধে। এছাড়া ঔষধ হিসেবে নিটাজক্সানাইট এর কিছুটা রোটা ভাইরাসের বিরুদ্ধে কার্যকারিতার প্রমাণ পাওয়া গেছে।
দয়া করে কেউ ভাইরাসজনিত ডায়রিয়ার ক্ষেত্রে এন্টিবায়োটিক ব্যবহার করে বাচ্চাদের ভোগান্তি বাড়াবেন না।
লেখক পরিচিতি:
ডা. সাইফুল ইসলাম
এমবিবিএস(ঢাকা),বিসিএস (স্বাস্থ্)
এফসিপিএস(পেডিয়াট্রিক্স),
কনসালটেন্ট,শিশু বিভাগ
২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, টাঙ্গাইল।