দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুরে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নাগরপুর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত র্যালীটি সদর বাজারের কাঁচা বাজারসহ গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী আহসানুল ইসলাম টিটু।
উপজেলা যুবলীগ, শ্রমিকলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও মহিলালীগসহ প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা দলে দলে মিশিল নিয়ে বর্ণাঢ্য র্যালীতে অংশ গ্রহণ করে। এসময় উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আনিসুর রহমান আনিস, সহ-সভাপতি একেএম কামরুজ্জামান মনি, অ্যাড. আজহার উদ্দিন, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল আলিম দুলাল, সাংগঠনিক সম্পাদক মো. শাহীদুল ইসলাম অপু, শেখ সামছুল হক, দপ্তর সম্পাদক মো. শাহ্ আলম মিয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. কোহিনুর ইসলাম, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন, ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. উজ্জল হোসেন মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. খালিদ হোসেন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, মামুদনগর ইউপি চেয়ারম্যান শেখ জজ কামাল, মোকনা ইউপি চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম শরিফ, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শাহজাহান মিয়া, সাধারন সম্পাদক মো. লিয়াকত শিকদার, যুবলীগের যুগ্ন আহবায়ক আনিসুজ্জামান তুহিন, সেচ্ছাসেবকলীগের সভাপতি বাবর আল মামুন, সাধারন সম্পাদক মো. ফারুক হোসেন, ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন, সাধারন সম্পাদক মো. সজীব মিয়া, যুবলীগ সদস্য হৃদয়সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
র্যালী শেষে দুপুরে ভাদ্রা ও দপ্তিয়র ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত বর্ধিত কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন আহসানুল ইসলাম টিটু এমপি।