শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন

ই-পেপার

নান্দাইলে স্বতন্ত্র প্রার্থী হিসাবে এমপি তুহিনের মনোনয়নপত্র দাখিল

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ১০:৪৭ অপরাহ্ণ

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসন থেকে এবার নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে বুধবার (২৯ নভেম্বর) আওয়ামীলীগ থেকে নির্বাচিত দুইবারের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন মনোনয়নপত্র দাখিল করেছেন। আসন্ন নির্বাচনে নৌকার মনোনয়ন না পাওয়ায় দলীয় নেতাকর্মীদের অনুরোধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। সোমবার ঢাকা থেকে নান্দাইল এলে রাত ৯টার দিকে তুহিনের নিজ বাসভবনে নেতাকর্মীদের ঢল নামে। এমপি তুহিন ২০১৪ ও ২০১৮ সনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে এমপি নির্বাচিত হন। কিন্তু এবার উপজেলা আ.লীগের সভাপতি মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম নৌকার মনোনয়ন পান। তবে আওয়ামী লীগ সরকারের বর্তমান সিংহভাগ উন্নয়ন আমলের দুই বারের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন ১টি পৌরসভা সহ ১৩টি ইউনিয়ন চষে বেরিয়েছেন এবং নান্দাইলে ব্যাপক উন্নয়ন করেছেন। এ বিষয়ে এমপি আনোয়ারুল আবেদিন বলেন, আমার সমর্থিত জনপ্রতিনিধি ও সাধারণ জনতার অনুরোধ উপো করতে না পেরেই শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছি। উল্লেখ্য, আজ বুধবার পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে ৮জন প্রার্থী সরকারী মনোনয়ন ফরম গ্রহন করেছেন। এর মাঝে আনোয়ারুল আবেদীন খান তুহিনের ফরম জমা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর