মওলানা ভাসানী স্মরণে নতুনধারা বাংলাদেশ এনডিবির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মজলুম জননেতা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে ১৭ নভেম্বর সকালে ২৭/৭ তোপখানা রোডস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ সরকার রানা প্রমুখ। এসময় মোমিন মেহেদী বলেন, নির্মমতার রাজনীতির হাত থেকে দেশকে মুক্ত করার জন্য নতুনধারার রাজনীতিকেরা রাজপথে আছে ছাত্র-যুব-কল্যাণে নিবেদিত। নতুনধারার রাজনীতির প্রেরণাপুরুষ মওলানা আবদুল আবদুল হামিদ খান ভাসানীর আদর্শকে বুকে ধারণ করে। মওলানা ভাসানীকে ক্রয়-বিক্রির মধ্য দিয়ে যারা রাজনীতির নামে অপরাজনীতি করছে ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবি বরাবরই তাদেরকে না বলে এগিয়ে চলছে। যে কারণে যুগপৎ, মহাজোট, মঞ্চ, মোর্চার রাজনীতিকে না বলে আদর্শ-সততার মধ্য দিয়ে মওলানা ভাসানীর রাজনৈতিক দিকগুলোকে সামনে রেখে সারাদেশে সকল অপরাধ-দুর্নীতির বিরুদ্ধে দেশের মানুষকে সংগঠিত করছে।