শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:০২ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
বেনাপোলে ব্যবসায়ী ও সমাজ সেবক আজিম উদ্দীনের নামে মিথ্যা সংবাদের নিন্দা রামগড়ে “বাঁশরী ওয়াদুদ” ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দূরন্ত লামকুপাড়া যুব স্পোর্টিং ক্লাব নতুন বাংলাদেশ হবে শ্রমিকের বাংলাদেশ – রফিকুল ইসলাম খান সভাপতি বকুল সম্পাদক এরশাদ নাগরপুর প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত  আটঘরিয়ায় ক্ষুদ্র নি-গোষ্ঠীর নারী নির্যাতন বন্ধ ও সক্ষমতা উন্নয়নে করণীয় শীর্ষক আলোচনা সভা  অভয়নগর উপজেলা প্রশাসনের পক্ষথেকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে লাখ-লাখ টাকা আদায়  উল্লাপাড়ায় সরিষার ক্ষেতে মধু চাষের বাম্পার ফলন সলঙ্গার গণমানুষের সংবর্ধনা ও ভালোবাসায় সিক্ত বাংলাদেশের ডেপুটি এটর্নি জেনারেল মোঃ আসাদ উদ্দিন

সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ – পলক

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩, ১১:১২ পূর্বাহ্ণ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, জাতির জাগ্রত বিবেক আর সংবাদপত্র ও সংবাদ মাধ্যম হচ্ছে সমাজের দর্পণ। সেই দর্পণের মধ্য দিয়েই আমরা দেখতে পাবো দেশের উন্নয়ন, সরকারের সুশাসন অপরদিকে যদি কোনো অনিয়ম, দুর্বলতা থাকে তার যৌক্তিক সমালোচনা।

আইসিটি প্রতিমন্ত্রী শুক্রবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে সিংড়া মডেল প্রেসক্লাবের ৫ ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন।

পলক আরো বলেন, এখন ঘরে ঘরে বিদ্যুৎ, ফোরলেন রাস্তা, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং হাতে হাতে স্মার্টফোন, ইন্টারনেট ফলে যখনকার খবর আমরা তখনই পাচ্ছি যখনকার ঘটনা আমরা তখনই সরাসরি দেখতে পাচ্ছি। ডিজিটাল বাংলাদেশে আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মানুষের কাছে সংবাদ পৌঁছানো সহজ হয়েছে।

প্রতিমন্ত্রী পলক আরো বলেন, আমি সাংবাদিকদের জন্য একটা বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করবো এর ফলে সাইবার সিকিউরিটি, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন, ডিজিটাল লিটারেসি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ও ফিলান্সিং এ দক্ষতা অর্জন করতে পারবে।

সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি আল ইমরান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফরাজি আহমেদ বাবন, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, ইউনিক প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহমেদ, ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, হান্ডিয়াল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল ইসলাম রনি, নন্দীগ্রাম প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি বকুল হোসেন, এটিএন বাংলার জেলা প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফ, একুশে টিভির সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু প্রমুখ।

সভা পরিচালনা করেন, সিংড়া মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম ও যুগ্ন সাধারণ সম্পাদক জুলহাস কায়েম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর