মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ০৩:১৭ পূর্বাহ্ন

ই-পেপার

জনগণকে সংগঠিত ও আন্দোলন মুখি করতে ব্যারিস্টার রঞ্জুর গণসংযোগ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনধি:
আপডেট সময়: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩, ৩:৫৯ অপরাহ্ণ

ফ্যাসিস্ট সরকারের পদত্যাগসহ নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবীতে পথসভা ও কর্মি সমাবেশ করেছেন বিএনপির সাবেক এমপি মোজাম্মেল হকের জৈষ্ঠ্যপুত্র ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল (রঞ্জু)। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জনগণকে সংগঠিত ও আন্দোলন মুখি করতে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের এমপি পদপ্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ করছেন বিএনপির এই তরুন নেতা।

ব্যারিস্টার রঞ্জুর আগমন উপলক্ষে শনিবার সকালে নয়াবাজার বিশ^রোড মোড় থেকে মোটরসাইকেল শোডাউন দেন বিএনপি নেতাকর্মিরা। এসময় তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হয়। পরে কাছিকাটা বাজার সড়কে একটি বিশাল মিছিল বের হলে বিএনপি সমর্থকদের সাথে নিয়ে গণসংযোগ করেন ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল (রঞ্জু)। শনিবার দিনব্যাপী দলের কর্মি সমর্থকদের নিয়ে নৌকায় গণসংযোগ করেন তিনি।

এসময় বিএনপির এমপি পদপ্রার্থী ব্যারিস্টার রঞ্জু বলেন, আমরা ফ্যাসিস্ট সরকারের সর্বাত্মক পদত্যাগ চাই। নির্বাচন অবশ্যই তত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। এই নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার সংরক্ষণ করা সম্ভব। জনগণকে সংগঠিত করা এবং আন্দোলন মুখি করাই আমাদের কর্মি সম্মেলনের উদ্দেশ্য। নাটোর-৪ আসন অবহেলিত একটি আসন। এখানে দীর্ঘ ১৫ বছর ধরে কোনো উন্নয়ন হয়নি। বিএনপি নির্বাচন করলে আমি বিজয়ী হয়ে বাবার রেখে যাওয়া উন্নয়নমূলক সকল কর্মকান্ড বাস্তবায়ন করব।

তিনি আরো বলেন, বর্তমান ফ্যাসিস্ট সরকার আমাদের উত্তরবঙ্গের সিংঘপুরুষ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাবন্দি করে রেখেছেন। আমরা তাঁর নিঃশ্বর্ত মুক্তির দাবি জানাচ্ছি। রোববার তাঁর মুক্তির দাবিতে গুরুদাসপুরে মিছিল করা হবে। আগামীতে মিছিল-শোডাউন, পথসভা, কর্মী সমাবেশ সহ দলীয় নেতাকর্মিদের সাথে মতবিনিময় অব্যাহত থাকবে।

উপজেলার মশিন্দা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত ওই পথসভা ও কর্মী সমাবেশে বিএনপি নেতা সাইদ সুমন, শরিফুল ইসলাম ভোলা, সাবেক কাউন্সিলর সবুজ বিশ্বাস লালন, মঞ্জুর রহমান, বজলুর রহমান, আব্দুল মান্নান, যুবদল নেতা শরিফুল ইসলাম শরিফ, সাইফুল ইসলাম সহ শতশত নেতাকর্মি অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর