সলঙ্গা প্রতিনিধি :
সিরাজগন্জের সলঙ্গায় বিনামুল্যে চোখের ছানী অপারেশন সহ ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। সলঙ্গার একটি স্বেচ্ছাসেবী সংগঠন আছিয়া-বছির ফাউন্ডেশনের আয়োজনে এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। আজ শনিবার ( ২৫ জুলাই) সকাল ১০ টায় অলিদহ নতুন বাজারে এ চক্ষু শিবির উদ্বোধন করেন, ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারী ডা: আকতার হোসেন হিরণ।
স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে চোখের সাধারন রোগীর পাশাপাশি ভিজিডি,বয়স্ক ভাতা,বিধবা ভাতা ভোগী সহ হতদরিদ্রদের বেশী গুরুত্ব দেয়া হয়। উক্ত চক্ষু শিবিরে সিরাজগন্জ ও নড়াইল জেলার চক্ষু বিশেষজ্ঞগন সেবা দান করেন। চোখের ৭৫ জন সাধারন রোগী সহ ১৩ জন ছানী অপারেশন রোগীর ব্যবস্থাও করা হয়।
এ সময় এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আফছার আলী,মাও: ওবায়দুল্লাহ,আবু মুসা,রবিউল করিম,আনোয়ার হোসেন সহ অনেকেই উপস্থিত ছিলেন।