আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫৪, ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী নান্দাইল উপজেলা পরিষদের বিপুল ভোটের নির্বাচিত সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আব্দুল মালেক চৌধুরী স্বপন চরবেতাগৈর ইউনিয়ন প্রচার ও গনসংযোগের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মাঠে নেমেছেন। গনসংযোগকালে বাংলাদেশ আওয়ামীলীগের সভা নেত্রী জননেত্রী শেখ হাসিনার সারাদেশে উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ভোটারদের নিকট দোয়া ও সমর্থক কামনা করছেন। স্বপন চৌধুরী বলেন, বর্তমানে বাংলাদেশে যে পরিমাণ উন্নয়ন হচ্ছে, শুধুমাত্র আওয়ামীলীগ সরকারের কারণেই হচ্ছে। আমাদের দেশে পদ্মা সেতু নিজের টাকায় নিমার্ণ ও বাস্তবায়ন করা সহজ কথা নয়, কিন্তু আওয়ামীলীগ সরকার তা বাস্তবায়ন করে দেখিয়েছে। এছাড়াও সারাদেশে বিভিন্ন রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সেক্টরে উন্নয়ন করেছেন যা বিগত দিনে কোন সরকার (বিএনপি) দেশে এত উন্নয়ন কাজ করে নাই। তিনি আওয়ামীলীগ থেকে নৌকার মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী। শুক্রবার সারাদিন ব্যাপী চরবেতাগৈর ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে প্রচার চালিয়েছেন। এসময় তার সাথে ছিলেন আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম রফিক সহ দলীয় নেতৃবৃন্দ। এখন থেকে তিনি প্রচার প্রচারনা অব্যাহত রাখবেন বলে উল্লেখ করেছেন।