মোঃ ইমরুল হাসান শিকদার :
সিরাজগঞ্জ৫(চৌহালী-বেলকুচি) উপজেলার নির্বাচিত সাংসদ আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল এমপি করোনা রোগ হতে মুক্তি লাভের জন্য দোয়া মাহফিলের আয়োজন করে চৌহালী উপজেলা আওয়ামীলীগ। শক্তবার জম্মার নামাযের পর চৌহালী উপজেলার প্রত্যেক মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্টিত। দোয়া মাহফিলে উপজেলা আওয়ামীলীগের (ভারঃ) সভাপতি আবু নজির মিয়া, সহ-সভাপতি হাবিবুর রহমান হাবীব, আব্দুল মজিদ সসরকার, বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাহ্হার, চৌহালী সরকারী কলেজের সাবেক ভিপি ও চৌহালী উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আবু সাইদ বিদ্যুৎ,সাংগঠনিক সম্পাদক রমজান, চৌহালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার,চৌহালী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোল্লা রবিউল ইসলাম ভিপি, সাধারণ সম্পাদক আরিফ সরকার,যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব সরকার, ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম রেজা, সাধারণ সম্পাদক মাঈন মোল্লা, সহসভাপতি রোকনুজ্জামান রুকু, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিকী,সাবেক জেলা ছাত্রলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, সামছুল হক পরিষদের সভাপতি ইমরুল হাসান শিকদারসহ বিভিন্ন পর্যায়ের যুবলীগ,ছাত্রলীগ ও সবর্স্তরের এলাকাবাসী শরিক হন।
দোয়া মাহফিলে করোণায় আব্দুল মমিন মন্ডলকে সুস্থ্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপদে রাখার জন্য মহান আল্লাহ পাক রাব্বুল আলামীনের কাছে আকুতি জানান।উল্লেখ্য করোনার আবির্ভাব হওয়ার সময় থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে চৌহালী-বেলকুচির অসহায় ও দুস্থ মানুষের মাঝে তার ব্যক্তিগত উদ্যোগে ও সরকারীভাবে সহযোগিতা করেছেন নিজে উপস্থিত থেকে,জনগনের সেবা করতে গিয়েই, গত ২০ জুলাই থেকে চৌহালী-বেলকুচি আসনের মাননীয় সাংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল এমপি করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় নিজ বাসভবনে চিকিৎসাধীন আছেন।বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে তিনি সিরাজগঞ্জ ৫(চৌহালী-বেলকুচি) এর জনগনসহ দেশবাসীর সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।