শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের অন্যতম রক্তদাতা সংগঠন অন্বেষণ ব্লাড ফাউন্ডেশন এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আড্ডা হোটেল এন্ড রেস্টুরেন্টে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উল্লাপাড়ার পৌর মেয়র এস এম নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুজ্জামান। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস (পি.পি.এম)। এসময় সকলের উপস্থিতিতে সংগঠনের অস্থায়ী কমিটির অনুমোদন দেয়া হয়।
অন্বেষণ ব্লাড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মাহফুজুর মিলন এর সভাপতিত্বে সংগঠনের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি মোঃ রাকিবুল ইসলাম (রাকিব), সাধারণ সম্পাদক মোঃআবু জায়েদ (মুক্তা), সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম রেজা, উপদেষ্টা মন্ডলির সদস্য মোঃ আমিরুল ইসলাম ও মোঃ সাজ্জাদুল ইসলাম (সাজ্জাদ)। এছাড়াও অন্য সংগঠনের সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন “স্বপ্নজয় বাংলাদেশ” এর সভাপতি আজাদুল ইসলাম সবুজ, সিনিয়র যুগ্ন-সম্পাদক মোঃ আল-আমিন ও সাংগঠনিক সম্পাদক মোঃ সামিউল ইসলাম শুভ প্রমুখ।