উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বুধবার উপজেলা সদরে অবস্থিত স্বনামধন্য মোমেনা আলী বিজ্ঞান স্কুল থেকে সাবেক প্রধান শিক্ষক আব্দুল মজিদকে স্থায়ীভাবে বহিস্কার এবং দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করা হয়েছে। মানববন্ধনের ব্যান্যারের উল্লেখিত সাবেক প্রধান শিক্ষক আব্দুল মজিদকে চরিত্রহীন, ও দুর্নীতিবাজ জানিয়ে বেলা এগারোটা থেকে প্রায় এক ঘন্টা ব্যাপী এ মানববন্ধন হয়। মানববন্ধনে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী কর্মচারীগণ উপস্থিত হয়ে বিশাল মানববন্ধন হয়। উপজেলা সদরের থানা মোড় থেকে মোমেনা আলী বিজ্ঞান স্কুল পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ সড়ক পথে হাজারের অধিক হয়ে মানববন্ধন করেন।
ছাত্র-ছাত্রী সমন্বয়ে সহ শিক্ষা পাঠদানকারীর একটি নির্ভর যোগ্য প্রতিষ্ঠানে এরুপ নারী কেলেংকারী সাবেক প্রধান শিক্ষক দ্বারা প্রতিষ্ঠানটি পরিচালনা করলে ছাত্র-ছাত্রী অভিভাবকগণ তাদের সন্তানদের ভবিসৎ নিয়ে মানববন্ধন থেকে সংকিত প্রকাশ করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুজ্জামানের বরাবর একটি স্বারকলিপি দেওয়া হয়। এ স্বারকলিপিতে শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক আব্দুল মজিদকে পদটিতে পুনরায় যোগদান করতে দেওয়া এবং তার যোগদান কোন অবস্থাতেই মেনে নেওয়া হবে না বলে উল্লেখ করা হয়েছে।