পাবনার সুজানগরের নাজিরগঞ্জে পুকুরে ডুবে আপন চাচাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে নওয়াগ্রামের গোরস্থান মোড়ের পুকুরে এ ঘটনা ঘটে।
মৃত দুই ভাই হলো, নাজিরগঞ্জ ইউনিয়নের নওয়াগ্রামের বাকীবিল্লাহ শেখের ছেলে হামজা (১০) ও সাগর শেখের ছেলে সাহাব উদ্দিন (৯)। দুজনই পার্শ্ববর্তী উদয়পুর মাদরাসায় পড়াশুনা করত।
পারিবারিক সূত্রে জানা গেছে, আপন দুই চাচাতো ভাই সকালে মাদরাসা থেকে ছুটি নিয়ে বাড়িতে আসে। এরপর দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। তারা দীর্ঘ সময় বাড়ি না ফেরায় স্বজনরা খুঁজতে থাকেন। পরে তাদের মরদেহ পাশের পুকুরের পানিতে ভেসে ওঠে। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান বলেন, পানিতে গোসলে নেমে দুজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ছোট সন্তানদের ব্যাপারে পরিবারের সচেতন হওয়া দরকার।