সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০৮ অপরাহ্ন

ই-পেপার

ট্রাকে গাছ উঠাতে গিয়ে দুই জন নিহত

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ১ মার্চ, ২০২৩, ১০:৫০ পূর্বাহ্ণ

ট্র্রাকে কাটা গাছ উঠানোর সময় রশি ছিড়ে গাছের গুড়ির (লাট) আঘাতে দুইজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় জেলার গৌরনদী-গোপালগঞ্জ সড়কের শাওড়া এলাকায়।
তথ্যের সত্যতা নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে চাঁদশী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য এসএম রাসেল মাহমুদ ও পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর সাখাওয়াত হোসেন সুজন বলেন, গাছ কাটার ৮/৯জন শ্রমিক সড়কের শাওড়া এলাকায় বসে কাটা গাছ লাট বেঁধে ট্রাকে উঠাচ্ছিলেন। এসময় আকস্মিকভাবে রশি ছিড়ে গাছের গুড়ির লাটের আঘাতে ঘটনাস্থলেই হারুন খান (৫০) নিহত হন। তিনি (হারুন) পৌরসভার দক্ষিণ বিজয়পুর মহল্লার মৃত মোসলেম উদ্দিন খানের ছেলে। এসময় গুরুত্বর আহত অবস্থায় তিনজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে রাত আটটার দিকে শহিদ হাওলাদার (৩৫) মৃত্যুবরণ করেন। নিহত শহিদ হাওলাদার নরসিংহলপট্টি গ্রামের মফসের আলী হাওলাদারের ছেলে। গুরুতর আহত আরো দুইজনকে শেবাচিমে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর