ঢাকা-বরিশাল মহাসড়কের নগরীর কাশিপুর নামক এলাকায় মঙ্গলবার সকালে বাস চাঁপায় রেজাউল ইসলাম রাহাত (৩১) নামে এক যুবক ও দুপুরে গৌরনদীর কটকস্থল নামক এলাকায় বিআরটিসি ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে নসিমন চালক রানা প্যাদা (৩০) নিহত হয়েছেন।
এয়ারপোর্ট থানার ওসি হেলাল উদ্দিন জানান, গোল্ডেন লাইন পরিবহনের চাঁপায় নিহত মোটরসাইকেল চালক রেজাউল ইসলাম রাহাত নগরীর ৩ নম্বর ওয়ার্ডের মতাশার এলাকার বাসিন্দা রহিম মল্লিকের ছেলে। সে (রাহাত) একটি সিগারেট কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
গৌরনদী হাইওয়ে থানার এসআই তমাল জানান, সোমবার দুুপুর পৌনে একটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর কটকস্থল নামক এলাকায় যাত্রীবাহি বিআরটিসি ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত নসিমন চালক রানা প্যাদা কটকস্থল গ্রামের সোনা মিয়া প্যাদার ছেলে।
অন্যদিকে আগৈলঝাড়া উপজেলার বাইপাস মোড়ে মঙ্গলবার সকালে স্থানীয় বাজারের ব্যবসায়ি ফুল্লশ্রী গ্রামের সেলিম ফকিরের ছেলে সাজিদ ফকির (২১) মোড় ঘুরতে গিয়ে নিজের মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের গাছের সাথে আছড়ে পরে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।