বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের আইসড়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহত হয়েছে। এ ঘটনার চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। নিহতের নাম সৈয়দ মঞ্জুরুল ইসলাম ( ৬০)। তিনি আইসড়া গ্রামের মৃত সৈয়দ আনোয়ার হোসেনের ছেলে, তিনি পেশায় দর্জি ছিলেন।ফুলকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুল জানান রোববার দিনগত রাত ২ টার দিকে আইসড়া বাজারে নিজের দোকানে কাপড় আয়রন করছিলেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম। ধারণা করা হচ্ছে এ সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আশেপাশের দোকান গুলোতে আগুন ছড়িয়ে পড়ে। তিনি দোকান থেকে বের হতে পারেননি সেখানেই অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এ সময় আশেপাশের চারটি দোকান পুড়ে যায়।বাসাইল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সর ফায়ার লিডার মোঃ মাজহারুল ইসলাম জানান খবর পেয়েই ঘটনাস্থলে পৌছিয়ে। ভোর সাড়ে ৪ টার পর্যন্ত চেষ্টা চালালে আগুন নিয়ন্ত্রণে আসে । আগুনে চারটি দোকান পুড়ে গেছে, এতে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন বাসাইল সখিপুরের এমপি এডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের এবং আগুনে পুড়ে যাওয়া দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাসাইল উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার। তিনি জেলা প্রশাসকের পক্ষে আগুনে পুড়ে নিহত মঞ্জুরুল ইসলামের পরিবারকে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন।