ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন গয়নাঘাটা ব্রিজ এলাকায় বালুবাহী ট্রলির সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে জুলহাস হাওলাদার (৫০) নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। নিহত জুলহাস উজিরপুর উপজেলার সাতলা এলাকার মাজেদ হাওলাদারের ছেলে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনায় আহত ইজিবাইক চালক জুলহাসকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।