পঞ্চগড়ের আটোয়ারীতে মাহিন্দ্র ট্রাক্টর উল্টে গিয়ে পিউস দাস ওরফে উদারু(৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে চালক সহ ২জন। পিউস দাস উপজেলার তোড়িয়া ইউনিয়নের বোধগাঁও (নয়াপাড়া) গ্রামের মৃত. দিনালাল দাসের ছেলে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে আটোয়ারী-গুঞ্জরমারী পাকা রাস্তার মেনকাপাড়া এলাকায় একটি মাহিন্দ্র ট্রাক্টর নিয়ন্ত্রন হারিয়ে পাশের খালে পড়ে যায়। ঘটনাস্থলেই পিউস দাস (৫৮) মারা যায়। এসময় ট্রাক্টও চালক রিপন দাস (২৫) সহ ২ জন আহত হয়। আহতদের উদ্ধার করে আটোয়ারী হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়রা জানান, নিহত পিউস দাস আটোয়ারী(ফকিরগঞ্জ বাজার) আসার জন্য তার ভাতিজা ট্রাক্টর চালক রিপন দাস(২৫) এর খালি গাড়িতে উঠেন। ওই দিন রিপন বোধগাঁও এলাকায় মাহিন্দ্র গাড়ীতে বালু নিয়ে আসে এবং ফেরার পথে উক্ত দুর্ঘটনাটি ঘটে। রিপন পাশর্^বর্তী ঠাকুরগাঁও জেলার পাটিয়াডাঙ্গী এলাকার জনৈক ব্যক্তির ট্রাক্টরের চালক হিসেবে কাজ করে। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।