রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন

ই-পেপার

মানবিক সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পদক পেলেন, মাতৃজগত পত্রিকা’র এম ইদ্রিস আলী।

স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩, ১:১১ অপরাহ্ণ

জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২০ তম বার্ষিকীতে সাংবাদিকতা ও সামাজিক বিশেষ অবদান রাখে সম্মাননা পেলেন সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য, চলনবিলের আলো পত্রিকার  স্টাফ রিপোর্টার এম ইদ্রিস আলী।
*স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের ভূমিকা এবং গণমাধ্যম কর্মীদের করণীয় *শীর্ষক আলোচনা সভা, গুণিজন সন্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে (মিরপুর মডেল থানার (বিপরীতে) বহুল প্রচারিত জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাতৃজগত পরিবারের আয়োজনে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা ও মাতৃজগত টিভি’র চেয়ারম্যান এবং বাংলাদেশ ক্রাইম সাংবাদিক সংগঠনের চেয়ারম্যান খান সেলিম রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা (৩) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা (১৪) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগাঁ খান মিন্টু ও সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, এশিয়ান টেলিভিশন এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হারুন উর রশীদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের (ঢাকা মহানগর উত্তর) সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ (ঢাকা মহানগর উত্তর) সাধারণ সম্পাদক মোঃ ইসহাক মিয়া, আওয়ামী যুবলীগ (ঢাকা) উত্তর এর দপ্তর সম্পাদক উইলিয়াম সরদার প্রলয় বাপ্পী, স্বেচ্ছাসেবক লীগ (ঢাকা উত্তর মহানগর) এর সাবেক এজি এস মোঃ আমজাদ হোসেন, বাংলাদেশ জাতীর পিতা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শিল্প স্থাপক এম এ এ সৌরভ খান, মিরপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ এইচ এম মাহবুবুর রহমান, সি এন এন বাংলা টিভি’র নির্বাহী পরিচালক সাখাওয়াত হোসেন মাসুদ, ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল হোসেন, ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন এর মোঃ মোরশেদ, দারুস সালাম থানা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, বাংলাদেশ প্রেসক্লাবের চেয়ারম্যান মোঃ ফরিদ খান, মিরপুর প্রেসক্লাবের সভাপতি ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সদস্য আমিনুল ইসলাম রিপন, এস টিভি বাংলা’র নির্বাহী পরিচালক মোঃ দেলোয়ার হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট মুহাঃ মাহাবুবুর রহমান সুজন,ঝাউদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝাউদিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সভাপতি কবির চৌধুরী মুকুল, শাহ আলী উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি মাজহারুল কবির মিধাত, এস ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও সমাজসেবা অধিদপ্তরের ব্যবস্থাপনা কমিটির সদস্য আফরোজা খানম স্বর্না, দৈনিক ভোরের আলো’র সম্পাদক ও প্রকাশক মোঃ আমিরুজ্জামান, ৭ নং বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম মন্ডল, মিরপুর সম্মেলিত সাংবাদিক জোট এর সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব উদ্দিন, বাংলাদেশ চলচ্চিত্রের খল নায়ক পারভেজ গাংগুয়া, হালিশহর সিএনবি গোডাউন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আলিম, সিটি লাইট প্রোপাটিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিকুল ইসলাম, আমাজন গ্ৰুপ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ লোকমান হোসেন। উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারাদেশে থেকে আগত মাতৃজগত পত্রিকা, মাতৃজগত টিভি’র সকল সিনিয়র রিপোর্টার স্টাফ রিপোর্টার, জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি সহ বাংলাদেশ সাংবাদিক ক্রাইম সাংবাদিক সংগঠনের সকল নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় প্রধান অতিথিদ্বয় সাতক্ষীরা জেলা প্রতিনিধি এম ইদ্রিস আলী কে সম্মাননা পদক প্রদান করেন। এসময় বিশেষ প্রতিনিধি জি এম মনিরুল ইসলাম কে মেডেল প্রদান করেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর