মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন

ই-পেপার

১১ বছরে ১১ দফায় বিদ্যুতের দাম বাড়ানো গণবিরোধী – নতুনধারা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩, ১২:৫১ অপরাহ্ণ

১১ বছরে ১১ দফায় বিদ্যুতের দাম বাড়ানো গণবিরোধী, এই গণবিরোধী কর্মকান্ডের কারণে নতুন প্রজন্মের প্রতিনিধিদের পাশাপাশি সারাদেশের সাধারণ মানুষ সরকারের বিদ্যুৎ ও জ¦ালানি প্রতিমন্ত্রী-সচিব-সংশ্লিষ্টদের পদত্যাগের দাবিতে রাজপথে নামবে বলে নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ ঘোষণা দিয়েছেন।

১১ দফায় আমজনতার বক্তব্য না শুনে অযৌক্তিভাবে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে নিন্দা এবং সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ৯ জানুয়ারি প্রেরিত বিবৃতিতে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ. বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী ও সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা আরো বলেন, দেশের বৃহত্তর স্বার্থবিরোধী-অপরাধী-দুর্নীতিবাজ-জঙ্গী-জামায়াতচক্র নিয়ন্ত্রিত বর্তমান সরকারের মন্ত্রী-সচিব-আমলাদেরকে ‘না’ বলতে হবে। তা না হলে এরা কেবল বিদ্যু-তেল-গ্যাস-দ্রব্যমূল্য বৃদ্ধির মধ্য দিয়ে দেশের মানুষকে- দেশের অর্থনীতিকে- দেশকে ধ্বংস করার জন্য আরো বড় বড় গণবিরোধী সিদ্ধান্ত নিতে সাহস পাবে। এদের বিষ দাত উপরে ফেলতে সাধারণ মানুষকে এখনই ঐক্যবদ্ধ হতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর