টাঙ্গাইলের ভূঞাপুরে অটোভ্যান- তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার বাগবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন,উপজেলার বিলচাপড়া গ্রামের শহিদুলের স্ত্রী পারুল বেগম (৩০) ও মেয়ে ছোয়া মনি (৪)।
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম জানান, নিহত পারুল বেগম তার মেয়েকে নিয়ে ভ্যানগাড়ি যোগে বিকেল সাড়ে তিনটার দিকে গ্রামের বাড়ি বিলচাপড়া যাচ্ছিলেন। এসময় তাদের বহনকারী ভ্যানগাড়িটি ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের বাগবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় ।এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।