এসময় মোমিন মেহেদী উপস্থিত নেতাকর্মী ও গণমাধ্যমের উদ্দ্যেশ্যে বলেন, নতুনধারা বাংলাদেশ এনডিবিই বাংলাদেশের রাজনীতিতে একমাত্র উদাহরণ, যাদের প্রতিষ্ঠা বার্ষিকী থেকে সকল কর্মসূচির লক্ষ্য সাধারণ মানুষের কষ্ঠ লাঘব করা। আর অন্যান্য অধিকাংশ রাজনৈতিক প্লাটফর্মগুলোর উদ্দেশ্য মানুষকে কষ্টে রেখে ক্ষমতায় আসা অথবা থাকা। তার প্রমাণ রাস্তা বন্ধ করে সমাবেশ আর মিছিল। অতএব, বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, তারা কাদের রাজনীতির সাথে থাকবেন, নীতি-আদর্শ-সততা; নাকি কষ্ট-বেদনা-নির্যাতন-নীতিহীনতা?
উল্লেখ্য, ২০১২ সালের ৩০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব থেকে আত্মপ্রকাশের পর নতুনধারা বাংলাদেশ এনডিবি ২০১৭ সালের ৩১ ডিসেম্বর এবং দ্বিতীয়বার ২০২২ সালের ২৬ অক্টোবর নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের সকল শর্ত পূরণ করে আবেদন করেছে।