চাটমোহর নিমাইচড়ার সমাজ করতকান্দী গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে কাশেম নামের এক কৃষকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার রাত আট ঘটিকায় এ দুর্ঘটনা ঘটে। মোঃ আবুল কাশেম সমাজ করতকান্দী এলাকার ইউসুফ প্রাং এর ছেলে। এ দুর্ঘটনায় কাশেমের অন্তত ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ পরিবারের।
ক্ষতিগ্রস্থ কাশেম বলেন, রাত আট ঘটিকার দিকে হঠাৎ করে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আমার ঘরে আগুন লাগে এবং মুহুর্তেই টিনের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় ঘরের মধ্যে থাকা মালামাল ও নগদ ১লক্ষ ৮০ হাজার টাকা, ২ ভরি সোনার গহনা, টিভি, ফ্রিজ সহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ দূর্ঘটনায় পরিবারটির অন্তত ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মনে করছেন এলাকাবাসী।
পার্শ্ববর্তী বসতি জিল্লুর রহমান ও নিমাইচড়া ইউপি সদস্য সুজন মাহমুদ, আব্দুল ওহাব জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ওই বসতঘরে আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর পাওয়ার সাথে সাথেই আমরা এলাকাবাসী ঘটনাস্থলে যাই। সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করি, ইতিমধ্যেই কাশেমের থাকার ঘর, বারান্দা সহ নগত টাকা, আসবাবপত্র ও ঘরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘর ও মালামালসহ প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।