বরিশালের আগৈলঝাড়া ঐতিহ্যবাহী প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও ২০২৩ সালের কার্যকরি কমিটি গঠনের লক্ষে বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
২০২৩ সালের কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ভোরের কাগজ এর আগৈলঝাড়া প্রতিনিধি সরদার হারুন রানা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাক এর আগৈলঝাড়া সংবাদদাতা তপন বসু।
শনিবার প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি সরদার হারুন ২০২২ সালের বার্ষিক আয়-ব্যয় ও বার্ষিক প্রতিবেদন পেশ করেন। পরে ২০২৩ সালের কার্যনির্বাহী কমিটিতে সরদার হারুন রানা সভাপতি ও তপন বসু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।