ঘুনধরা সমাজ ব্যবস্থার,
বদলের কবিতা লিখি।
ভাসে চোখে আতঙ্কের ছবি,
আত্মবিশ্বাসে স্থির থাকি।
এই চেতনার হাত ধরে,
পার হই কষ্টের সাগর।
কালবৈশাখীর এলোমেলো ঝড়ে,
খুঁজি কেবল পরশ পাথর।
একটু একটু করে অন্তরে জমে,
একান্ত আপন নিজস্বতা।
বড় নিষ্ঠুর এই সমাজে,
নীরবে কাঁদে চরম বাস্তবতা।
নিয়মে বাঁধা জীবন সরিয়ে,
বিশ্বাসে করি ভর।
সৎ সাহসে চলি পথ,
অন্যায়কে করি পর।।