মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:০৩ অপরাহ্ন

ই-পেপার

ভাঙ্গুড়ায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ১০:২৭ পূর্বাহ্ণ

পাবনার ভাঙ্গুড়ায় বেপরোয়া গতিতে মাটিবাহি অবৈধ কুতুব(কুত্তা) গাড়ি ওভার টেক করতে গিয়ে সাইকেল অরোহী রাকিবুল ইসলাম(১৮) নামের এক যুবককে চাপা দিয়ে ঘটনা স্থলেই তার মৃত্য হয়েছে। শুক্রবার(২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে ভাঙ্গুড়া-নওগাঁ সড়কের উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের নৌবাড়িয়া মধ্যপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাকিবুল ইসলাম পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার পাচুরিয়া বাড়ি এলাকার রবিউলের ছেলে। স্থানীয়রা মাটিবাহি অবৈধ্য কুতুব গাড়ি ও কিশোর চালককে আটক করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান,রাকিবুল ইসলাম বাই সাইকেল নিয়ে ফরিদপুর থেকে পাটুলের দিকে যাচ্ছিলেন । অপর দিকে উপজেলার দিল পাশার ইউনিয়নের পাটুল মাঠের মধ্য থেকে মাটি বাহি অবৈধ্য কুতুব গাড়ি দুইটি পর পর একই সাথে ভাঙ্গুুড়ার দিকে আসছিল। গাড়ি দুইটি নৌবাড়িয়া এলাকায় ঘটনা স্থলে পৌঁচ্ছালে পেছনে থাকা কিশোর চালক মিতুল তার কুতুব গাড়িটি বেপরোয়া গতিতে সামনের গাড়িটিকে ওভার টেক করতে গিয়ে বাই সাইকেল অরোহী রাস্তার বাম পাশে থাকলেও তাকে চাপা দেয় । ফলে বাই সাইকেল দুমড়ে মুচরে যায় এবং ঘটনা স্থলেই তিনি রাকিবুল ইসলাম মারা যান। এসময় স্থানীয়রা ,অবৈধ্য কুতুব গাড়ি চালক মিতুল ও গাড়িকে আটকে রেখে পরে নিহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে কিশোর চালাক মিতুল উপজেলার মন্ডতোষ ইউনিয়নের বোয়ালমারি পশ্চিম পড়া গ্রামের আব্দুল জালিলের ছেলে। কিশোর চালকের হাতে কিভাবে অবৈধ কুতুব গাড়ি ছেড়ে দিয়ে মাটি বহন করছেন ? এমন প্রশ্ন সাধারণ জনতার। বয়ষ্ক ব্যক্তি কুতুব চালক হলে হয় তো এমন ঘটনা না ও ঘটতে পারতো।

জানা গেছে, দিলপাশার ইউনিয়নের পাটুল গ্রামের মাঠের মধ্যে থেকে জুলহাস নামের এক ব্যক্তি কুত্তা গাড়ি মাটি বিক্রয় হলে গাড়ি প্রতি ১০ টাকা পাবেন এই চুক্তিতে তার এক উধ্বর্তন আত্মীয়ের মাধ্যমে যোগ সাজশে মাটি কাটার অনুমতি লাভ করেছেন বলে স্বীকার করেন। এর আগে এই স্থানের মাটি কেটে ফলস নষ্ট করে বিক্রয় করার অভিযোগে মাটি ব্যবসায়ী জাবেদ আলীর মাটি কাটার কার্যক্রম বন্ধ করেছিলেন উপজেলা প্রশাসন ভাঙ্গুড়া ।

ঘটনার বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ আলামিন বলেন, ঘটনা স্থলেই ওই যুবকটি মারা গেছেন এবং হাসপাতাল মৃত অবস্থাতেই আনা হয়েছিল।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি মো.রাশিদুল ইসলাম বলেন, অবৈধ কুতুব গাড়ির চাপায় যুবক নিহতের ঘটনাটি তিনি শুনেছেন, তবে এ বিষয়ে কেউ থানায় লিখিত অভিযোগ দেন নি । অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর