মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০২:৩৩ পূর্বাহ্ন

ই-পেপার

যশোর-৬ আসনের উপনির্বাচন  বিপুল ভোটে এমপি হলেন শাহীন চাকলাদার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ১৫ জুলাই, ২০২০, ৯:৪৯ পূর্বাহ্ণ

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

যশোর-৬ কেশবপুর আসনে উৎসবমুখর পরিবেশে উপনির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী যশোর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী শাহীন চাকলাদার ১ লাখ ২৪ হাজার ৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ১২ ভোট। অপর প্রার্থী জাতীয় পার্টির হাবিবুর রহমান লাঙল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৬৭৮। কেশবপুর উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশীদ ভোট গণনা শেষে রাতে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, কেশবপুর আসনে মোট ২ লাখ ৩ হাজার ১৮ জন ভোটারের মধ্যে ১ লাখ ২৯ হাজার ৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে বাতিল হয়েছে ১ হাজার ৩৭৪ ভোট।

 

আওয়ামী লীগ প্রার্থী শাহীন চাকলাদার নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৩ ভোট, বিএনপির প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ১২ ভোট ও জাতীয় পার্টির হাবিবুর রহমান লাঙল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৬৭৮। নির্বাচনে ভোট পড়েছে ৬৩ দশমিক ৫৭ শতাংশ। শাহীন চাকলাদার বিজয়ের পরে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগের কারণেই এই জয় সম্ভব হয়েছে। এভাবে ঐক্যবদ্ধ থেকে আগামীতেও বিভিন্ন ভোটে আওয়ামী লীগের প্রার্থীকে জয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তিনি আরও বলেন, কেশবপুরকে একটি মডেল উপজেলা এবং পৌরসভাকে মডেল পৌরসভা করা হবে। এদিকে, মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। সকালে ভোটগ্রহণ চলাকালে বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ভোটারদের লম্বালাইন। হ্যান্ড স্যানিটাইজার বা সাবানপানি দিয়ে হাত ধুয়ে মাস্ক পড়ে ফাঁকা ফাঁকা লাইনে দাঁড়িয়ে ভোটাররা ভোট দিয়েছেন। যারা মানতে উদাসীনতার পরিচয় দেন তাদেরকেও দায়িত্বরতরা মানতে বাধ্য করেন। ভোটকেন্দ্র ও নৌকার প্রার্থীর পক্ষ থেকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করতে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর